জামেয়া আবু বকর সিদ্দিক মাদ্রাসার ফলাফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫৩:৫৭ অপরাহ্ন
জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা. সাহেবেরগাঁও (তেমুখী), টুকেরবাজার সিলেট-এর ২০২৪/২৫ ঈসায়ি শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ শনিবার সকাল ৯টায় জামেয়ার ৪র্থ তলার হল রুমে অনুষ্ঠিত হয়।
জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা.’র মুহতামিম হাফিজ আশিকুর রহমান এর সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওলানা মিসবাহুজ্জামান এর সঞ্চালনায় ২০২৪/২৫ শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি শফিকুর রহমান দাম.বা.। দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জামেয়ার পরিচালনা কমিটির সেক্রেটারি হাফিজ কাজী জুনাইদ আহমদ, সিনিয়র শিক্ষক মুফতি আরমান হুসাইন, মাওলানা আব্দুস শহিদ, মাওলানা মাওলানা আব্বাস উদ্দিন, মাওলানা আবু তালহা ইয়ামিন, মাওলানা জুবায়ের বিন ইরশাদ, এডভোকেট মুজিবুর রহমান প্রমুখ।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলর আলতাফ হুসেন সুমন। অনুষ্ঠানে জামেয়ার সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মধ্যে ফলাফল কার্ড প্রদান করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি