এসএমপির অতি: উপ-কমিশনার শাহরিয়ার মামুন বদলি
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৪, ৯:২৫:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট থেকে বদলি হয়েছেন মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার শাহরিয়ার আল-মামুন। তাঁকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর এসপি হিসেবে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতি আদেশক্রমে রোববার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। ঐ প্রজ্ঞাপনে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।