ডাক্তারদের কমপ্লিট শাটডাউন সিলেটে চিকিৎসা সেবা ব্যাহত
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৪, ৯:২৬:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন সারাদেশের চিকিৎসকরা। কমপ্লিট শাটডাউন ঘোষণার পর জরুরী বিভাগ ব্যতিত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হয়।
সরেজমিনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, দুপুরে কর্মবিরতির ঘোষণা দেয়ার পর থেকে চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছিল। বিকেল ৪টার পর থেকে কয়েকটি ওয়ার্ডে চিকিৎসকদের উপস্থিতি ছিলনা। বিশেষ করে শিশু বিভাগ, সার্জারি বিভাগ ও রি-এডমিশন বিভাগে চিকিৎসক ছিলেন না। আবার অনেকেই হাসপাতালের ভেতরে মেঝেতে শুয়ে অপেক্ষায় করছেন চিকিৎসার জন্য। তবে হাসাপাতালের জরুরী বিভাগের সামনে রোগী ও রোগীর আত্মীয় স্বজনদের দীর্ঘলাইন দেখা যায়। এখানে চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দিতে দেখা যায়।
এব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা.সৌমিত্র চক্রবর্তী বলেন, জরুরী বিভাগে চিকিৎসকরা চিকিৎসা দিয়ে আসছিলেন এবং তা যেন কোনো ভাবে বন্ধ না হয় সেজন্য তাদেরকে কঠোর নিদের্শ দেয়া হয়। বিকাল ৪টার পর থেকে দুয়েকটি ওয়ার্ডে চিকিসক সংকটের খবর আমাদের কাছে ছিল। তবে শেষ পর্যন্ত শাটডাউন কর্মসূচী স্থগিত ঘোষণা করায় চিকিৎসা সেবা পুরোদমে শুরু হয়েছে।