সিলেটে কম দামে জ্বালানি তেল বিক্রি শুরু
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৪, ৯:৪৫:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে জ্বালানি তেল, অর্থাৎ ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম কমানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা করে কমেছে। যা রোববার (১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।
রোববার সিলেট নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে দেখা গেছে, কম দামে বিক্রি হচ্ছে সবধরণের জ¦ালানি তেল। এতে ক্রেতা-বিক্রেতা উভয়েই খুশী। দাম কমানোর জন্য অন্তর্বর্তীকালিন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানা বাইক চালক রায়হান আহমদ। তিনি বলেন, আমাদের দেশে কোন কিছুর দাম বাড়লে আর কমতে চায়না। এর মুল কারণ ছিল সিন্ডিকেট। নতুন সরকার কঠিন সময়ে দায়িত্ব নিয়ে তেলে দাম কমিয়েছে। আমাদের প্রত্যাশা। দেশের সকল স্তরের সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে নিত্যপণ্যসহ সবকিছুর দাম কমিয়ে আনতে হবে। তাহলে ছাত্র-জনতার স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে।
এ ব্যাপারে পাঠানটুলাস্থ নর্থ ইষ্ট সিএনজি পাম্পের পরিচালক নাফিস জুবায়ের চৌধুরী দৈনিক জালালাবাদকে বলেন, আমরা শনিবার দিবাগত রাত ১২টার পর থেকেই নতুন দামে জ¦ালানি তেল বিক্রি করেছি।
প্রসঙ্গত- শনিবার (৩১ আগস্ট) জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বর্তমান বিক্রয়মূল্য লিটারপ্রতি ১০৬ দশমিক ৭৫ টাকা থেকে ১ দশমিক ২৫ টাকা কমিয়ে ডিজেল ১০৫ দশমিক ৫০ টাকা ও কেরোসিন ১০৫ দশমিক ৫০ টাকা করা হয়েছে। একইসঙ্গে পেট্রলের বর্তমান মূল্য ১২৭ টাকা থেকে ছয় টাকা কমিয়ে ১২১ টাকা এবং অকটেনের মূল্য ১৩১ টাকা থেকে ছয় টাকা কমিয়ে ১২৫ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।
নতুন দামে জ্বালানী নিতে আসা ক্রেতারা জানান, জ্বালানি তেলের দাম কমায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে কিছুটা সাশ্রয় হবে। ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম কিছুটা কমায় স্বস্তি প্রকাশ করেন তারা। তবে এটি সাধারণ মানুষের জন্য আরও সাশ্রয় করার দাবি জানান তারা।