মৌলভীবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৪, ৬:৫৪:২৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের একটি জামে মসজিদে বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্রজনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
এছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, তার সহধর্মিনী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জেলা বিএনপির (এম নাসের রহমান গ্রুপ) আয়োজনে এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সভাপতি ও সাবেক পৌরসভা মেয়র ফয়জুল করীম ময়ুন, সহ-সভাপতি আব্দুল মুকিত প্রমুখ।