নর্থ ইষ্ট হাসপাতাল ডে পালিত
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৪, ৭:২২:০৪ অপরাহ্ন
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই হাসপাতাল পূর্ণ সমর্থন এবং বিপুল সংখ্যক আহত শিক্ষার্থীদের ফ্রি চিকিৎসা প্রদান করেছে। এখনো আহতদের সকল রকমের সহযোগিতা অব্যাহত রয়েছে। সোমবার নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডে ২০২৪ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, সিলেটের মানুষের সুখ দুঃখের সাথী হিসেবে এই হাসপাতাল আজীবন পাশে থাকবে। বর্তমানে নর্থ ইষ্ট মেডিকেল কলেজে ছয় শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। যার প্রায় ৪০ ভাগ শিক্ষার্থী বিদেশি। দেশের গন্ডি পেরিয়ে নর্থ ইস্ট এখন বহির্বিশ্বেও একটি মানসম্মত প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি বলেন, র্যাংকিংয়ে নর্থ ইষ্ট এখনো প্রথম স্থানে রয়েছে। আর এটি সম্ভব হয়েছে এলাকার মানুষের সহযোগিতার কারণে।
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডে উপলক্ষে সকাল ১০ টায় কেক কাটার পর প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা চন্ডিপুল পয়েন্ট ঘুরে পুনরায় হাসপাতালে আসে। এ সময় উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল গভর্ণিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজল মিয়া, নর্থ ইষ্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মূসা এম এ কাইয়ুম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ এফ এম নাজমুল ইসলাম, অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, অধ্যাপক ডা. আজিজুর রহমান, উপপরিচালক অধ্যাপক ডা. জসিম উদ্দিন, সহকারী পরিচালক ডা. মুনতাসির আলম রাহিমি, সহকারী পরিচালক ডা. ফাহমিদুর রহমান প্রমুখ।
এদিকে, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ডে উপলক্ষে সোমবার র্যালীর পর দুুপুরে আলোচনা সভা ও রাতে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি