দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর শাস্তি : সিলেটে কেন্দ্রীয় যুবদল সভাপতি মুন্না
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৫:২২ অপরাহ্ন
কোনো অপকর্ম বরদাস্ত করা হবে না বলে নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সোমবার নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট বিভাগ যুবদলের উদ্যোগে বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের মানুষের পাশে থেকে তাদের মন জয়ের আহ্বান জানিয়ে আব্দুল মোনায়েম মুন্না বলেন, যুবদল সব সময় মানুষের পাশে রয়েছে। যুবদলের কেউ কোনো অনৈতিক কাজ কিংবা অপকর্মের সঙ্গে জড়িত থাকলে তা বরদাস্ত করা হবে না। তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে বিএনপির মতো যুবদলেরও ‘জিরো টলারেন্স নীতি’। যেকোনো মূল্যে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবদল বদ্ধপরিকর।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদের পরিচালনায় ‘বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি (সিলেট বিভাগ) জাকির হোসেন উজ্জ্বল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা স¤্রাট হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মুহিত, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আব্দুল মনসুর চৌধুরী শওকত, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ, হবিগঞ্জ জেলা যুবদলের আহবায়ক জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুর রহমান বাবু ও সদস্য সচিব শফিকুর রহমান সেতু প্রমুখ। বিজ্ঞপ্তি