বিএনপি নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ীদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৭:৪৯ অপরাহ্ন
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের সকল সদস্যদের পদত্যাগের দাবীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাতে নগরের একটি অভিজাত হোটেলে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দদের সাথে সিলেট বিএনপির নেতৃবৃন্দের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তাঁরা বর্তমান কমিটির সদস্যদের ‘স্বৈরশাসকের দোসর ও নির্বাচনবিহীন একটি কমিটিতে জুড়ে বসা’ বলে আখ্যায়িত করেন। বক্তারা আরো বলেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কমিটি গঠন করা হয়েছে রাতের আঁধারে। এ কমিটি সাধারণ ব্যবসায়ীদের আকাঙ্খা পূরণে ব্যর্থ হয়েছে। তাঁরা (বর্তমান কমিটি) ব্যর্থ কার্যক্রমের মাধ্যেমে চেম্বারকে কলুষিত করেছেন। পাশাপাশি অবিলম্বে চেম্বারে নির্বাচনের মাধ্যমে ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াসহ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানান ব্যবসায়ীরা। চেম্বারের বর্তমান কমিটির যে ছয়জন পরিচালক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন বিএনপি ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা।
সিলেট চেম্বারের সাবেক পরিচালক আমিরুজ্জামান চৌধুরী দুলু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুর রহমান রিপন।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম’র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, সিনিয়র সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সাবেক পরিচালক হিজকিল গুলজার, মুকির আহমদ, এনামুল কুদ্দুস চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ইসতিয়াক সিদ্দিকী। ব্যবসায়ী লিলু মিয়ার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত মধ্যে দিয়ে শুরু হওয়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আব্দুর রহমান দুদুসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি