রাজনগরে জোড়াপুর ইউকে প্রবাসী গ্রুপের অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪৭:৩৩ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জোড়াপুর ইউকে প্রবাসী গ্রুপ’র ব্যবস্থাপনায় ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জাহিরসহ ১৮ প্রবাসীর অর্থায়নে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার উপজেলার মনসুরনগর ইউয়নিয়ন পরিষদ কার্যালয়ে ১৩৭ জন বন্যা কবলিতদের হাতে এসব নগদ সহায়তা তুলে দেয়া হয়।
প্রবাসী গ্রুপের সদস্য আফসার আহমদ’র সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা ও দ্বায়িত্বপ্রাপ্ত উপজেলা পরিষদ’র চেয়ারম্যান সুপ্রভাত চাকমা। বক্তব্য দেন রাজনগর উপজেলা নির্বাচন অফিসার মোঃ এমদাদুল হক, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জাহাঙ্গির আলম ও জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন-প্রবাসী গ্রুপের সদস্য জয়নুল হক, শাহ আলম, ইউপি সদস্য ফজলুর রহমান, কাজি আফতাব রুহুল, খেলাল আহমদ ও তছকির মিয়া প্রমূখ। এসময় তারা ১৩৭ জন অসহায়দের হাতে নগদ এক হাজার টাকা তুলে দেন। পরে টেংরা ইউনিয়ন পরিষদ হলরুমে আরও ৮৮ জনকে নগদ ১ হাজার টাকা তুলে দেয়া হয়।