বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের বঙ্গবীরের জন্মবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৪, ৮:১৪:০২ অপরাহ্ন
মহান মুক্তিযোদ্ধের কমান্ডার ইন চীফ জেনারেল এম এ ওসমানীর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেট।
রোববার দিনব্যাপী কোরআন খতম অনুষ্ঠিত হয়। বাদ আছর জেনারেল ওসমানীর মাজার জিয়ারত শেষে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বঙ্গবীর ওসমানী ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং ভারতে চিকিৎসাধীন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়িদ আহমদ বহলুলের রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ মাহফিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সহ-সভাপতি মো. আব্দুল মালিক, মাওলান আব্দুল খালিক, হাফিজ মাওলানা শামসুল ইসলাম ভাদেশ^রী, মাওলানা মো. মিজানুর রহমান, মাওলানা আবু ইউসুফ, হাফিজ আব্দুস সালাম, হাফিজ জমির উদ্দিন, মাওলানা আব্দুস সোবহান, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, মাওলানা দেলোয়ার হোসেন, কাজী সিরাজ উদ্দিন, মাওলানা ক্বারী কামাল উদ্দিন, হাফিজ আব্দুন নূর, মাওলানা নুরুল ইসলাম, ক্বারী আব্দুল লেইছ প্রমুখ। বিজ্ঞপ্তি