লুটপাট হচ্ছে ভোলাগঞ্জ রোপওয়ে, নেই নিরাপত্তা বাহিনী
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৪, ৮:৫৩:৩২ অপরাহ্ন
আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়েতে (বাংকার) নেই নিরাপত্তা বাহিনী। ৭ আগস্ট সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে নিরাপত্তায় থাকা আরএনবি সদস্যদেরকে। এই সুবাদে লুটপাট হচ্ছে রোপওয়ের গুরুত্বপূর্ণ মালামাল। থেমে নেই গাছ কাটাও। সোমবার কোম্পানীগঞ্জ থানা পুলিশ রোপওয়ে এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন ৬ আগস্ট রাতে দুর্বৃত্তরা হামলা চালায় বাংকারের নিরাপত্তায় থাকা আরএনবি সদস্যদের উপর। এসময় সেখানে দায়িত্বে থাকা আরএনবি সদস্যদের মারধর করে তাদের মোবাইল টাকাপয়সাসহ অস্ত্র ছিনিয়ে নেয়। মারধরে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হন। পরে হামলাকারীরা নদীর পাড়ে অস্ত্রগুলো ফেলে যায়। এর পর তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, এশার নামাজের পর প্রায় ১’শ মানুষ হামলা করে আরএনবি সদস্যদের উপর। তারা প্রতিটি রুমে প্রবেশ করে আরএনবি সদস্যদের মারধর করে মোবাইল টাকা পয়সাসহ সবকিছু নিয়ে যায়। তাদেরকে বাঁধা দেওয়ার মতো কোন পরিস্থিতি তখন ছিল না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানের স্টোর রুমের তালা ভেঙ্গে বড় বড় মটর কয়েলের বান্ডিল জেনারেটর ও জেনারেটরের পার্স রোপওয়ের ইঞ্জিনের গুরুত্বপূর্ণ মালামাল লোহার স্পেনসহ সব কিছু নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। এছাড়া বাংকারের মসজিদের মাইক ব্যাটারী ফ্যান সহ সব ধরনের মালামাল লুটপাট হয়ে গেছে। তাছাড়া দিনদুপুরে বড় বড় গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে। ৫ আগস্ট সেখানে কোন হামলা হয়নি। এর পরদিন থেকে লুটপাট শুরু হয় যা এখনো চলমান রয়েছে।
ভোলাগঞ্জ বাংকারের দায়িত্বে থাকা রেলওয়ের আই.ডাব্লিউ আব্দুল নুর জানান, নিরাপত্তা না থাকায় সেখান থেকে আরএনবি সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। গত ১৭ তারিখ আমাদের উর্ধতন কর্মকর্তাসহ ভোলাগঞ্জ বাংকারে গিয়ে দেখে এসেছি। মঙ্গলবার গিয়ে আমরা সেখানে কি কি লুটপাট হয়েছে তার একটা তালিকা করে নিয়ে আসব। আবার কবে সেখানে আরএনবি সদস্যদের দেওয়া যেতে পারে সে বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।