মোবাইল পাঠাগারের ২৪ বছর পূর্তি উপলক্ষে সভা
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৪, ৮:৫৬:১৪ অপরাহ্ন
সিলেট মোবাইল পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মদন মহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রিন্সিপাল লে. কর্নেল (অবসরপ্রাপ্ত) এম আতাউর রহমান পীর বলেছেন, শতাব্দী থেকে শতাব্দী ধরে মানুষের সব জ্ঞান জমা হয়ে রয়েছে বইয়ের ভেতরে। অন্তহীন জ্ঞানের উৎস হলো বই, আর সেই বইয়ের আবাসস্থল হলো পাঠাগার। মানুষের বই পড়ার আগ্রহ থেকেই পাঠাগারের উৎপত্তি। পাঠাগার একটি জাতির বিকাশ ও উন্নতির মানদ-। পাঠাগার মানুষের বয়স, রুচি ও চাহিদা অনুযায়ী বই সরবরাহ করে থাকে। পাঠাগারের মাধ্যমে মানুষের মধ্যে গড়ে ওঠে সংহতি, যা দেশ গড়া কিংবা রক্ষার কাজে অমূল্য অবদান।
তিনি শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে সিলেট মোবাইল পাঠাগারের ২৪ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান কবি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে ও পাঠাগারের নির্বাহী সম্পাদক ও ছায়ালাপ সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় সিলেট মোবাইল পাঠাগারের ২৪ বছর পূর্তি উপলক্ষে আলোচনাসভায় মূখ্য আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মুখপত্র ‘আল-ইসলাহ’ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস।
আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঔপন্যাসিক সিরাজুল হক, পাপড়ি প্রকাশনীর স্বত্বাধিকারী ও ছড়াকার কামরুল আলম। এছাড়া লেখাপাঠ ও বক্তব্য রাখেন, সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ছয়ফুল আলম পারুল, সাংবাদিক মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, প্রাবন্ধিক শামসীর হারুনুর রশীদ, শিক্ষক সৈয়দ রেজাউল হক, কবি ও কলামিস্ট সৈয়দ আছলাম হোসেন, কবি নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, ছড়াকার আতাউর রহমান বঙ্গী, সোহেল আহমদ প্রমুখ। শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল। বিজ্ঞপ্তি