প্রফেসর অনিল চন্দ্রের পরলোক গমন
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৪, ৯:২৮:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এবং এমসি ও সরকারি কলেজের সাবেক শিক্ষক নগরীর টিলাগড় গোপালটিলা নিবাসী প্রফেসর অনিল চন্দ্র দেব আর নেই। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুইপুত্র ও চার কন্যা-জামাতা নাতি-নাতনিসহ আত্মীয়-গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তার স্ত্রী কৃষ্ণপ্রিয়া দাস এমসি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। অনিল চন্দ্র দেবের পৈতৃক নিবাস হবিগঞ্জের মাধবপুরে।
প্রফেসর অনিল চন্দ্র দেব ছিলেন একজন কীর্তিমান শিক্ষক। তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী দেশেবিদেশে ছড়িয়ে আছেন। তিনি ১৯৭৬ সালে এমসি কলেজে প্রভাষক হিসাবে শিক্ষকতায় যোগদান করেন। এরপর বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে সিলেট সরকারি কলেজ ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সুনামের সাথে শিক্ষকতা করে শ্রীমঙ্গল সরকারি কলেজ ও সুনামগঞ্জ সরকারি কলেজ উপাধ্যক্ষ পদ এবং সিলেট শাহপরান কলেজে অধ্যক্ষ পদ অলংকৃত করেছিলেন। সর্বশেষ বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে অধ্যক্ষ হিসাবে অবসরগ্রহণ করেন।
প্রফেসর অনিল চন্দ্র দেব একজন গর্বিত পিতা। তাঁর বড় ছেলে অমিত বিক্রম দেব ‘নাসা’র বিজ্ঞানী। ছোট ছেলে অরুণাভ দেব বিশ্বখ্যাত কোম্পানী ‘আমাজন’-এর উর্ধতন কর্মকর্তা হিসাবে কানাডায় কর্মরত। জ্যেষ্ঠ কন্যা অরুন্ধতী দেব সিলেট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক, দ্বিতীয় কন্যা অপর্ণা দেব সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, তৃতীয় কন্যা অদিতি দেব সিলেট শাহপরান কলেজের প্রভাষক এবং সবার ছোট চতুর্থ মেয়ে ঈশিতা দেব কানাডা প্রবাসী।