বাংলাদেশে ডিজেল পাইপলাইন সম্প্রসারণ স্থগিত করল ভারত
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৪, ৯:৪৪:৩৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে ডিজেল পাইপলাইন সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছে ভারত। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম লাইভমিন্ট।
২০২৩ সালের মার্চ মাসে চালু হওয়া ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফপি) বর্তমানে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুরে শেষ হয়েছে। ১৩১ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন আরও প্রসারিত করার প্রস্তাব ছিল, তবে বর্তমানে এই পরিকল্পনা স্থগিত করেছে ভারত।
এক সূত্রের বরাত দিয়ে লাইভমিনিট জানিয়েছে, প্রকল্পটি সফল হওয়ায় পাইপলাইনটি আরও প্রসারিত করার কথা ভাবা হয়েছিল, তবে বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এখন এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় নেওয়া হচ্ছে। নির্দিষ্ট কোনো টাইমলাইন না জানালেও ভবিষ্যতে এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে বছরে ১০ লাখ মেট্রিক টন হাই-স্পিড ডিজেল (এইচএসডি) বাংলাদেশে পরিবহন করা হচ্ছে। এই পাইপলাইন বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্মিত প্রথম আন্তঃসীমান্ত জ্বালানি পাইপলাইন, যা উত্তরাঞ্চলের সাতটি জেলায় ডিজেল সরবরাহ করে থাকে।
পাইপলাইন সম্প্রসারণে স্থগিতাদেশের পাশাপাশি, ভারত বাংলাদেশে ডিজেল ছাড়াও হাই সালফার ফুয়েল অয়েল (এইচএসএফও) এবং ফার্নেস অয়েল পাঠানোর প্রস্তাব বিবেচনা করছে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভারতের ওপর জ্বালানি নির্ভরতার উদ্বেগ এই প্রকল্পের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত পাইপলাইন সম্প্রসারণ স্থগিত রাখার এ সিদ্ধান্ত বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।