কুরিয়ার অফিস থেকে ১০ লাখ টাকার জর্দা উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৪, ৯:৪৬:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কুমারপাড়া পয়েন্টস্থ ইউএসবি এক্সপ্রেস পার্সেলে অভিযান চালিয়ে মূসক চালান বিহীন প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২০ বস্তা জর্দা উদ্ধার করেছে কাস্টমস বিভাগ। সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবগারী ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা মোঃ এনামুল হক।
তিনি জানিয়েছেন, গত রোববার (১ সেপ্টেম্বর) রাত আটটার দিকে কুমারপাড়া পয়েন্টস্থ ইউএসবি এক্সপ্রেস পার্সেল অফিসে অভিযান চালিয়ে মূসক চালান (মূসক ৬.৩) বিহীন আনুমানিক প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২০ বস্তা জর্দ্দা উদ্ধার করা হয়। চালানটি ঢাকাস্থ দুলাল কেমিক্যালসের মাধ্যমে সিলেটের আজিজ জর্দা স্টোরের কাছে পাঠানো হয়।
জানা গেছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুযায়ী চালানটিতে প্রায় ৮ লক্ষ টাকা মূসক ফাঁকি রয়েছে। এ ব্যাপারে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।