ছাতকে ইসলামী ব্যাংকের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ৬:৫৮:৪৫ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা :
সুনামগঞ্জের ছাতকে বিগত বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ইসলামী ব্যাংকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় কালারুখায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ছাতক শাখার ব্যবস্থাপক হামায়েম মাসনুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও লালদিঘীর পাড় শাখা প্রধান রাব্বি কামাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বেসিক লার্নারস একাডেমীর প্রিন্সিপাল নোমান আহমদ, কমর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মতসির আলী, ছাতক ইসলামিক সোসাইটির সাধারণ সম্পাদক হাফিজ জাকির হোসেন, ব্যবসায়ী আব্দুল হাই আজাদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী ব্যাংক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মোঃ হারুনুর রশিদ, আনিসুর রহমান, আবু সুফিয়ান, শহিদুল হোসেন, হুমায়ুন কোবির, শাহাব উদ্দিন, সরোয়ার হোসেন, মুসলিম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জূয়েল।