সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ কাল, প্রধান অতিথি আল্লামা মামুনুল হক
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ৬:৫০:২৭ অপরাহ্ন
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত, আহতদের স্মরণে ও বিচারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সিলেটের ঐতিহাসিক রেজিস্টারী মাঠে সমাবেশের আয়োজন করা হয়েছে।
এতে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকসহ কেন্দ্রীয় স্থানীয় ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট উলামায়ে কেরাম।
সমাবেশ সফল করার জন্য সিলেটের সর্বস্তরের জনগণকে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুসাইন, মহানগর সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম। বিজ্ঞপ্তি