শিক্ষার্থীদের লেখাপড়ায় শিক্ষাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে : বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ৬:৪৭:০৭ অপরাহ্ন
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দীকী, এনডিসি বলেছেন, বৃত্তি প্রদান কোন করুণা নয়, এটা মেধার সম্মান। মাদ্রাসা শিক্ষার মান দিন দিন উন্নত হচ্ছে। মহাগ্রন্থ আল কুরআনের শিক্ষাকে ধারণ করতে হবে। গরীব, মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে শিক্ষা বৃত্তি প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। তিনি বলেন, এদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলতে খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেটের মত অন্যান্য সামাজিক সংগঠন ও ব্যক্তিকে শিক্ষাবৃত্তি প্রদানে এগিয়ে আসার আহবান জানান।
বিভাগীয় কমিশনার মঙ্গলবার সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেটের উদ্যোগে কাদেরিয়া শিক্ষা বৃত্তি বিতরণ-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ এর সভাপতিত্বে ও ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিন, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুর্বণা সরকার, সিলেট ইবনেসিনা লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিলেটের বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মোঃ ইসলাম উদ্দিন। বক্তব্য রাখেন সরকারি আলিয়া মাদরাসার অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী মোঃ জুনায়েদ আহমদ ও রশিদিয়া দাখিল মাদরাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী লামিযা মুনতাহা।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও শেষে দেশ-জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন সিলেট বিভাগীয় সদর দপ্তর জামে মসজিদের ইমাম মাওলানা আলমগীর হোসাইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেটের বেনিফিসিয়ারী ডাঃ মরিয়ম ফারুকী, ডাঃ শামীম আহমদ, মমতাজ ফারুকী, শাহীদ মোবারক, এস্টেটের ম্যানেজার আব্দুর রহমান, নায়েব সিরাজুল ইসলাম খান, ফয়েজ আহমেদ ও এইচ এম আমীর আলী, অফিস সহকারী রুহুল আমীন রুহুল প্রমুখ সহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে শতাধিক মেধাবী শিক্ষার্থীর মধ্যে বৃত্তি ও সনদ প্রদান করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দীকীসহ অতিথিবৃন্দ।
উল্লেখ্য, ১৯২২ সালে খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেট সিলেট কর্তৃক কাদেরিয়া বৃত্তি প্রদান কার্যক্রম শুরু হয়। প্রথম দিকে শুধুমাত্র সিলেট সরকারি আলিয়া মাদরসার ছাত্রদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। পরবর্তীতে পরিসর বিস্তৃত হয়েছে। যার ফলশ্রুতিতে বিভাগীয় কমিশনারের পরিকল্পনামাফিক ২০২৪ সালে কাদেরিয়া বৃত্তি বিতরনের উদ্যোগ নেয়া হয়। বিজ্ঞপ্তি