রাজনগরে বিএনপির ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৩:৩১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার রাজনগর উপজেলার তারাপাশা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্ববায়ক মাহবুব ইজদানি ইমরান, পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, আব্দুল হক, ছাত্রবিষয়ক সম্পাদক গাজী মারুফ, স্বেচ্ছাবিষয়ক সম্পাদক স্বাগত শিশোর দাস, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি (মিজান গ্রুপ) ইমরান লতিফ খোকন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান নাহাজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা যুবদল নেতা সেলিম সালাউদ্দিন, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনাইম কবির, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্ববায়ক আব্দুল হান্নান, আমিরুল ইসলাম সাহেদ, আব্দুল মুমিন, জেলা যুবদল নেতা এম এ নিশাদ, এডভোকেট নেফুর আলী, মামুনুর রশিদ, জসিম উদ্দিন, সামছুল ইসলাম, তাজুদুর রহমান প্রমুখ।