মুহম্মদ নূরুল হকের মৃত্যুবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৫:৩৪ অপরাহ্ন
সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা ও আজীবন সম্পাদক এবং মাসিক আল ইসলাহ-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক মুহম্মদ নুরুল হকের ৩৭তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান সিলেট যুব উন্নয়ন পরিষদের আম্বরখানাস্থ কার্যালয়ে সোমবার বিকালে পালিত হয়।
সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সিলেট যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ করিম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছামির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহিনুর রহমান মাহিন, সমাজসেবা সম্পাদক মোঃ আবিদ আহমদ, নির্বাহী সদস্য মোঃ ইলিয়াস আলী, মোঃ জুনেদ আহমদ, মোঃ জুবেদ বখত, মোঃ ফরহাদ আহমদ, গৌতম চন্দ্র শোভন, সৈকত রায় প্রমুখ।
উল্লেখ্য, মুহম্মদ নুরুল হক ১৯০৭ সালের ১৯ মার্চ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামে জন্মগ্রহণ করেন। সাহিত্য সাধনার নিরলস কর্মী, প্রচার বিমুখ এই বিরল ব্যক্তিত্ব ১৯৮৭ সালের ২ সেপ্টেম্বর সিলেট শহরের দরগা মহল্লা, ঝরণারপারস্থ (পায়রা-৫৪) তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি