শহীদ মিনারে হামলার ঘটনায়: মৌলভীবাজারে আরেক মামলায় আসামী ৬৬
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ৬:৫০:০৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: শহীদ মিনারে হামলার ঘটনায় মৌলভীবাজারে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৬৬ জনের নামোল্লেখ করে আসামী করা হয়েছে। অজ্ঞাত আসামী রাখা হয়েছে আরো ৭০/৮০ জনকে।
মামলার বাদী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান। এ নিয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের হলো ৪টি। চার মামলায় মোট আসামী ৩৬৯ জন।৩০ আগস্ট ছাত্রদল সাধারণ সম্পাদক কর্তৃক দায়ের করা মামলায় বলা হয়, ২০২৩ সালের ১১ মার্চ কেন্দ্রিয় শহীদ মিনারে ছাত্রদলের অনুষ্ঠানে আ’লীগ ও অঙ্গ সংগঠন তাদের উপর অতর্কিত হামলা চালায়। মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন- জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আ’লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য নেছার আহমদ, যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন ও সুব্রত পুরকায়স্থসহ মোট ৬৬ জন। এছাড়া অজ্ঞাত আসামী রাখা হয়েছে আরো ৭০/৮০ জন। মামলার তদন্তকারী কর্মকর্তা মৌলভীবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হোসেন।
এর আগে কোটা বিরোধী ছাত্রআন্দোলনে হামলার ঘটনায় আরো পৃথক ৩টি মামলা দায়ের করা হয় সংশ্লিষ্ট থানায়। ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ৭জনকে। থানার উপ-পরিদর্শক নাজমুল হোসেন এক প্রশ্নের জবাবে বলেন, ছাত্রদল সাধারণ সম্পাদকের দায়ের করা মামলার ১৯ নং আসামী ফাহিম আহমদ কাওছারকে গ্রেফতার করা হয়েছে।