সুনামগঞ্জে নতুন পুলিশ সুপার আনোয়ার
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪৬:৪৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: দুই মাসের মাথায় বদলি করা হলো সুনামগঞ্জের পুলিশ সুপার এম এন মোর্শেদ, পিপিএমকে। তার জায়গায় জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম। আনোয়ার হোসেন খান এর আগে পুলিশ সুপার হিসেবে সদর দপ্তরে সংযুক্ত ছিলেন।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে এই বদলি করেন। অন্যদিকে সুনামগঞ্জের পুলিশ সুপার এম এন মোর্শেদকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিকেশনের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। সুনামগঞ্জ সহ দেশের ২৬ জেলায় নতুন এসপি নিয়োগ দেয়া হয়েছে।