শায়খে চাক্তার দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ৯:২৫:৪১ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: দেশবরেণ্য আলেমেদ্বীন, অসংখ্য আলেম সৃষ্টির কারিগর মাওলানা আব্দুল খালিক (৯১) শায়খে চাক্তার জানাযা বুধবার সকাল ১০টায় নিজ কর্মস্থল লাফনাউট মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন শায়খে চাক্তার বড় ছেলে মাওলানা আবু তায়্যিব।
জানাজাপূর্ব স্মৃতিচারণ বক্তব্য রাখেন শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরী, শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, শায়খুল হাদীস মাওলানা আলিম উদ্দিন দুর্লভপুরি, শায়খুল হাদীস মাওলানা শফিকুল হক সুরাইঘাটি, শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী চিল্লা, শায়খুল হাদীস মাওলানা মুজিবুর রহমান, শায়খুল হাদীস মাওলানা মাহমুদুল হাসান রায়গড়ী, শায়খুল হাদীস মাওলানা হোসেন আহমদ গণিকান্দি, শায়খুল হাদিস মাওলানা হিলাল আহমদ, শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী, মাওলানা তাফহিমুল হক, দারুস সালাম লাফনাউট মাদরাসার নবনিযুক্ত মুহতামিম মাওলানা নুরুল ইসলাম ফুড়িগ্রামীসহ বিভিন্ন আলেমেদ্বীন ও জনপ্রতিনিধি।