অস্ট্রেলিয়ায় সিটি কাউন্সিল নির্বাচনে প্রার্থী মৌলভীবাজারের আবরার
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩০:৪৬ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: অস্ট্রেলিয়ার সিডনিতে ব্যাঙ্কসটাউন সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর পদে অস্ট্রেলিয়ার প্রগতিশীল রাজনৈতিক দল (গ্রিনস) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি আবরার আহমদ। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাসিন্দা, বর্তমানে অস্ট্রেলিয়ান নাগরিক ডা. সৈয়দ সাইফুদ্দিন আহমদ ও খুজিস্তা ইয়াসমিন চৌধুরী দম্পতির জ্যেষ্ঠ পুত্র। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন লেবার পার্টির প্রার্থীসহ আরও ৫ জন।
জানা যায়, আগামী ১৪ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে স্থানীয় কাউন্সিল নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসাহ ও উদ্দীপনা।
এক প্রতিক্রিয়ায় আবরার আহমদ বলেন, আমি একজন কমিউনিটি ডেভেলপমেন্ট ও যুবকর্মী। স্থানীয় কমিউনিটি সংস্থার জন্য ৮ বছরেরও বেশি সময় ধরে কাজ করছি। আমি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে পড়াশোনা সম্পন্ন করেছি। আমার বাবা ব্যাংকস্টাউন হাসপাতালে ১০ বছর ধরে একজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন এবং আমার মা ব্যাংকস্টাউনে একজন প্রারম্ভিক শৈশব শিক্ষিকা। নির্বাচনে তিনি সকলের দোয়া, সহযোগিতা ও ভোট কামনা করেছেন।