৫৭ বাংলাদেশী বিক্ষোভকারীতে আমিরাতের ক্ষমা
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১:১১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করা ৫৭ বাংলাদেশীকে ক্ষমা করে দেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মঙ্গলবার তাদের ক্ষমা ঘোষণা করেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এমিরেটস নিউ এজেন্সি (ডব্লিউএএম) এ খবর জানিয়েছে। ক্ষমা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও। দেশের প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ তথ্য জানান।
বাংলাদেশী প্রবাসীদের ক্ষমা করে দেওয়ায় ‘গভীর কৃতজ্ঞতা’ জানিয়ে আমিরাতের প্রেসিডেন্টকে একটি বার্তাও পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা। এতে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থানে সংহতি জানিয়ে বিক্ষোভ করা ৫৭ বাংলাদেশীকে ক্ষমা করে দেয়ায় আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের টেলিফোন কথোপকথনের পর এ ক্ষমাশীলতা শুধু আপনার সহানুভূতিশীল নেতৃত্বই তুলে ধরে না, একই সঙ্গে তা আমাদের দুই দেশের ভ্রাতৃত্বের স্থায়ী বন্ধনকে শক্তিশালী করার বার্তাও বহন করে।’
গত ২০ জুলাই দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকায় মিছিল করার সময় এসব বাংলাদেশীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর করে এবং একজনকে দেয়া হয় ১১ বছরের কারাদ-। এরপর বাংলাদেশীদের জন্য ভিসা সুবিধা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা দেয় আমিরাত সরকার।
এর মধ্যে গত ২৮ আগস্ট আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ হয় অধ্যাপক ইউনূসের। এরই ধারাবাহিকতায় ৫৭ জনের ক্ষমা পাওয়ার বিষয়টি সামনে এলো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ৫৭ বাংলাদেশী প্রবাসীকে ক্ষমা করে দিয়েছেন।