বড়লেখায় অফিস করছেন না ইউপি চেয়ারম্যান, অপসারণ দাবী
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ৬:৫৭:৪৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এনাম উদ্দিনের অপসারণের দাবিতে ইউনিয়নের দুই শতাধিক ছাত্র-জনতা বুধবার বিকেলে ইউএনও’র কাছে স্মারকলিপি দিয়েছেন। তাদের দাবি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ ও থানায় মামলা রয়েছে।
জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন ইউনিয়ন পরিষদে অফিস করছেন না। গা ঢাকা দেওয়ায় তার অনুপস্থিতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জনসাধারণ ভোগান্তির শিকার হচ্ছেন। স্মারকলিপিতে স্বাক্ষরকারিরা অভিযোগ করেন সম্প্রতি থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া তিনি কয়েক বছর আগের বিওসি কেছরীগুল এলাকার জালাল হত্যা মামলার আসামি। ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের বিরুদ্ধে ডাকাত ও চোরাকারবারি প্রতিপালন ও ভূমি আত্মসাতের অভিযোগ রয়েছে। ইউএনও নাজরাতুন নাঈম জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নিবেন।