মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ পালন
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৬:৫৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মৌলভীবাজার সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা জড়ো হলে মিছিলে মিছিলে মুখরিত হয় শহীদ মিনার প্রাঙ্গন। মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য দেন ছাত্রনেতা মারুফ আল হামিদ, এমএ চৌধুরী শাহান, আব্দুস সালাম, মঞ্জুর আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন- ছাত্রনেতা সাইফ উদ্দিন, সাফওয়ান জাহান চৌধুরী, আব্দুল্লাহ আল হোসাইন, মাসনুন আল আমিন, ফাহাদ আলম ও রুহেল আহমদ প্রমুখ।
পরে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সহযোগী আব্দুল কাদির’র নেতৃত্বে আরেকটি মিছিল শহর প্রদক্ষিণ করে।