বিমান বন্দরে স্বেচ্ছাসেবক দলনেতাকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪৩:১১ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমদ শাহীনকে ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)’র সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমদ শাহীন। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিএমএ মুক্তাদির রাজু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, ড্যাব সিলেটের সাধারণ সম্পাদক ডা. শাকিলুর রহমান। বিজ্ঞপ্তি