নামাজের সময় স্লোগান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ৮:১০:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর রেজিস্টারী মাঠে বৃহস্পতিবার সমাবেশ করে একটি সংগঠন। দলের মহাসচিব এতে প্রধান অতিথি ছিলেন। কিন্তু সমাবেশ ঘিরে চরম বিশৃঙ্খলা লক্ষণীয় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন। বিশেষ করে আশপাশের বেশ কয়েকটি মসজিদে মাগরিবের জামাত চলাকলীয় স্লোগান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। রেজিস্টারী মাঠে সমাবেশ হলেও মাইক ছিল বন্দর কোর্ট পয়েন্ট পর্যন্ত। মাইকের আওয়াজে মসজিদে ইমামের তাকবির ও ক্বেরাত শোনা যায়নি। এতে মুসল্লীদের সমস্যায় পড়তে হয়। এ নিয়ে নামাজের পর সবাই ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া সমাবেশ ঘিরে ছিল না কোনো স্বেচ্ছাসেবীর তৎপরতা। এতে বিকেল থেকেই আশপাশে তৈরি হয় তীব্র যানজট, যা সামাল দেওয়া দায়িত্বরত ট্রাফিক পুলিশের পক্ষেও দুঃসাধ্য হয়ে ওঠে। পরে সেনাবাহিনী এসে যানজট সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।