সিলেটে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ : গণহত্যার দায়ে খুনী হাসিনার বিচার নিশ্চিতের দাবি
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ৮:৪৪:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে সারাদেশের ন্যায় সিলেটেও পালিত হয়েছে ‘শহীদি মার্চ’ কর্মসূচি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের উদ্যোগে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় সিলেট মহানগরীর চৌহাট্টা বিজয় চত্বর থেকে শহীদি মার্চের পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এতে শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মার্চটি চৌহাট্টা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বন্দরবাজার এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
শহীদি মার্চ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র নেতৃবৃন্দ বলেন, এদেশের মানুষ প্রতিবাদ করতে যানে। আজ থেকে ঠিক এক মাস আগে এই দেশে থেকে স্বৈরাচারের পতন ঘটিয়ে স্বাধীনতা পেয়েছিলাম। এই স্বাধীনতার বিনিময়ে আমাদের হাজারো ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছিল। হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন। অনেকে পঙ্গুত্ব বরণ করেন, অনেকে এখনো হাসপাতালের বেডে চিকিৎসাধীন রয়েছেন। আমরা সেসব শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করি আমাদের নতুন করে স্বাধীন দেশ উপহার দেওয়া জন্য। এই দেশে স্বৈরাচার শেখ হাসিনাকে কখনও ক্ষমা করা যাবে না। ছাত্র-জনতার গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এজন্য ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ ও সর্তক থাকতে হবে।
এ সময় শিক্ষার্থীরা ‘সফল হোক সফল হোক, শহীদি মার্চ সফল হোক’, ‘শহীদদের কারণে, ভয় করি না মরণে’, আবু সাঈদ/শহীদের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘আজকের এই দিনে আবু সাঈদ/শহীদদের মনে পড়ে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শহীদি মার্চে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সল হোসেন, শাহজালাল বিশ^বিদ্যালয় সমন্বয়ক হাফিজুর রহমান, দেলওয়ার হোসেন শিশির, মাহবুব ও জহির প্রমূখ।