তেতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ৯:২৭:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলি পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোটরসাইকেল আরোহী ওমর ফারুক রানা (২৩) সিলেটের ওসমানীনগর উপজেলার অলীমপুর গ্রামের আলী নুরের ছেলে। ওমর ফারুক তাজপুর ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। বর্তমানে তিনি তাজপুর কদমতলায় থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট নগরী থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে গাড়ি চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী ওমর ফারুক রানা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।