কুলাউড়ায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো কিশোরী
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ৯:৪০:৫৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে সুনিয়া আক্তার সুমা (১৪) নামের এক কিশোরী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের নেতৃত্বে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়। এ সময় বিয়ের বয়স পূর্ণ না হওয়ার আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন তার মা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ইউএনওর নির্দেশে ওই কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করা হয়। এ সময় বিয়ের বয়স পূর্ণ না হওয়ার আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে তার মা সালেহা বেগমের লিখিত মুচলেকা নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন শরীফপুরের ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, ইউপি সদস্য লোকমান আহমদ, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কম্পিউটার অপারেটর নারায়ণ অধিকারী প্রমুখ।