সিকৃবিতে সেনাবাহিনীর অভিযানঃ ছাত্রলীগের কক্ষ থেকে বিপুল দেশী অস্ত্র ও মাদক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একাধিক আবাসিক হলে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযান চলাকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাথে নিয়ে এ অভিযান চালায় সেনাবাহিনী।
অভিযানে সিকৃবির ৫টি হল-শাহপরান (র.), শেখ মুজিবুর রহমান, হুমায়ুন রশিদ চৌধুরী, আব্দুস সামাদ আজাদ হল, শাহ এ এম এস কিবরিয়া হল থেকে ১৬টি হেলমেট, ৪০টি ছুরি, ৯০টি মদ ও ফেনসিডিলের বোতল, ১৫০টি লোহার পাইপ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক দৈনিক জালালাবাদকে জানান, অভিযানকালে সিকৃবির কয়েকটি হল থেকে বিপুল পরিমাণ লোহার পাইপ ও রড, রামদা, মদ ও ফেনসিডিলের বোতল ও হেলমেট উদ্ধার করা হয়। যেসকল কক্ষ হতে অস্ত্র ও মাদক উদ্ধার হয় সেখানে ছাত্রলীগ নেতাকর্মীরা থাকতেন বলে জানা যায়। তবে এ অভিযানে কাউকে আটক করা হয়নি।