শাবিতে নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছালিম মোহাম্মদ আব্দুল কাদির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন । উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ আগষ্ট দাখিলকৃত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রাহমানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এতে পরবর্তী সময়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছালিম মোহাম্মদ আব্দুল কাদিরকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেয়া হলো। দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।
নিয়োগ প্রাপ্তির পর সৈয়দ ছালিম মোহাম্মদ আব্দুল কাদির গণমাধ্যমে বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান। সেই সাথে তিনি বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা কামনা করেন