ছাতকে খেলাফত মজলিসের পথসভা
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ৬:১৫:০৮ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা নিজেই বলেছিলেন এই দেশে আমার পিতা-মাতা, ভাইদের হত্যা করা হয়েছে আমি এর প্রতিশোধ নেব। ঘোষণা দিয়েই তিনি স্বৈরশাসকের ভুমিকায় অবতীর্ণ হয়ে ১৬ বছর দেশের মানুষদের হত্যা, গুম, জেল-জুলুম ও নির্যাতন করেছেন।
সেনাবাহিনীর ৫৭ কর্মকর্তা, হেফাজতের উপর গ হত্যা চালিয়েও শেখ হাসিনার তৃপ্তি মিটেনি। সর্বশেষ ছাত্র-জনতা হত্যায় মেতে উঠে তিনি ক্ষমতায় টিকতে চেয়েছিলেন। মোদি অনুসারী হাসিনা সরকারের হাতে দেশের কোন আলেম ওলামা ও রাজনৈতিক নেতা নিরাপদ ছিলোনা।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ থেকে সিলেট যাত্রাপথে ছাতকের গোবিন্দগঞ্জে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। হাসনাবাদ দারুল হাদিস মাদ্রাসার অধ্যক্ষ শায়খ মাও. আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী সহ খেলাফত মজলিস, জামায়াত ও হেফাজতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।