ছাতক সমিতি সিলেটের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ৬:৪৮:৫৬ অপরাহ্ন
ছাতক সমিতি সিলেট এর মাসিক ও ফেলোশিপ সভা নগরীর মদিনা মার্কেটের একটি অভিজাত রেস্টুরেন্টে বুধবার রাত ৮ টায় অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সমিতির সভাপতি ফজর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মাসুম আহমদের পরিচালনায় সভায় সসর্বসম্মতিক্রমে ছাতক সমিতি সিলেটের ২০২৫/২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুুতি কমিটি গঠন করা হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দরা হচ্ছেন আহবায়ক সমিতির সিনিয়র সহ-সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সদস্য সহ-সভাপতি জামাল উদ্দিন ও ১ম যুগ্ম সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক।
সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি আ.ন.ম অহিদ কনা মিয়া, উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আব্দুল হান্নান, প্রতিষ্ঠাতা সদস্য লেখক রুহুল ফারুক, সাবেক সভাপতি অধ্যাপক খসরুজ্জামান, সিনিয়র সদস্য মাশহুদ চৌধুরী, সহ-সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, দবিরুল ইসলাম দবির, এটিএম তারেক, সমরু মিয়া, রকিবুল্লাহ, ফয়জুল বারী, আবুল কাশেম, এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট ছায়াদুর রহমান, জামাল উদ্দীন, এনামুল হক রুবেল, যুগ্ম সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, আনোয়ার হোসেন, উবায়দুল হক শাহীন, এস এম আমজাদ, রাহেল আহমদ, সৈয়দ মনসুর আলী, ওসমান আলী প্রমুখ। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক কবির আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাতগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, নজমুল হোসেন, জহির আহমদ খান, উকিল আলী, আবর আলী, ফজলুর রহমান, আব্দুস সালাম, উপাধ্যক্ষ আব্দুস শাকুর, উপাধ্যক্ষ আব্দুল লতিফ, এডভোকেট জুবায়ের আহমদ, এডভোকেট সাজ্জাদুর রহমান, এস এম শেফুল, শাকিল আহমদ, আজাদ মিয়া, বাবুল আহমদ, শাহ কামাল তালুকদার, খলিলুর রহমান, লিটন মিয়া, আলতাবুর রহমান, আবু জাবের, আসাদুর রহমান, আবুল খায়ের, জিতু মুন্না, সাইদুর রহমান, মাহবুবুল আলম সিজ্জিল, আনহার মিয়া সুজাত আহমদ। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি