মিরাবাজার থেকে পিস্তল ও গুলী উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:০২:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর মিরাবাজার এলাকা থেকে একটি পিস্তল, গুলী ও ভারতীয় মুদ্রা উদ্ধার করেছে র্যাব। শুক্রবার দুপুরে শুক্রবার দুপুরে মিরাবাজার আগপাড়া এলাকার রাজিব নামের এক ব্যক্তির বাসা থেকে এই এসব উদ্ধার করা হয়। এটি কোনো থানা বা ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে। তবে অভিযানকালে রাজিবকে পাওয়া যায়নি বলে জানিয়েছে র্যাব-৯।
শুক্রবার (৬ সেপ্টম্বর) বিকেলে এর সত্যতা নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিরাবাজারের রাজিব হোসেন (৩০) এর বাসায় অভিযান চালিয়ে র্যাব-৯ একটি নাইন এমএম পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ভারতীয় কিছু মুদ্রা উদ্ধার করা হয়। রাজিব হোসেন নগরীর যতরপুর এলাকার আলী মিয়ার ছেলে। র্যাবের উপস্থিতি টের পেয়ে রাজিব পালিয়ে যান। অস্ত্র উদ্ধার করা গেলেও তাকে গ্রেফতার করা যায়নি। ধারণা করা হচ্ছে এসব অস্ত্র ও গুলী নগরীর কোন থানা বা পুলিশ ফাঁড়ি থেকে লুটকৃত অস্ত্রের একটি হবে।