কুলাউড়ায় প্রচেষ্টার অবহিতকরণ সভা
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৮:৪৬ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ইমপায়ারিং টি গার্ডেন ওয়ার্কার্স থ্রো ট্রান্সফরমেটিভ লিডারশীপ ইন টি গার্ডেন সেক্টর অব বাংলাদেশ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে প্রচেষ্টা কর্তৃক বাস্তবায়িত এবং অক্সফাম ও ইউরোপিয়ান ইউনিয়নের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রচেষ্টার নির্বাহী পরিচালক নবাব আলী নকী খানের সভাপতিত্বে ও প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর রেজাউল করিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, টিলাগাঁওয়ের ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, সিরাজনগর চা বাগানের ম্যানেজার মো. শামীম আহমদ চৌধুরী, লুয়াইউনি চা বাগানের ডেপুটি ম্যানেজার মাহমুদ হাসান প্রিন্স, গাজীপুর চা বাগানের সহকারী ম্যানেজার মঈনউদ্দীন হাসান, সাংবাদিক আজিজুল ইসলাম, অক্সফাম প্রতিনিধি খোদেজা আক্তার অন্তরা, চা শ্রমিক প্রতিনিধি উত্তম নাইড়ু ও লক্ষ্মী নাইড়ুসহ প্রচেষ্টার কর্মকর্তাবৃন্দ।