গোয়াইনঘাটে সাকমো আব্দুর রউফের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ৯:১৫:৩৬ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুর রউফ (৫৪) বুধবার মধ্যরাতে তার বাসায় ইনতেকাল করেন (ইন্না….রাজিউন)। তিনি ডায়বেটিস রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে ২ ছেলে ১ মেয়ে স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। সেখানে হাসপাতালের আরএমও ডাঃ সারোয়ারসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল খালিকের ইমামতিতে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ গ্রামের বাড়ি গোয়াইনঘাটের উত্তর খলামাধব গ্রামে নিয়ে যাওয়া হয়। বাদ জুমআ’ পিরেরবাজার মসজিদ প্রাঙ্গণে ২য় জানাযা শেষে বিকেলে বটেশ্বর এলাকায় ভাইয়ের বাসার পাশে কবরস্থানে লাশ দাফন করা হয়।