ভাদ্রের ‘তালপাকা’ গরম : সিলেটে তাপমাত্রা ৩৬.৫
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ৯:৪৯:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আকাশে সূর্যের প্রখর তাপ। বাতাসে যেন আগুনের হুলকা। ভাদ্র মাসের এই ‘তালপাকা গরমে’ সিলেটের মানুষের মাঝে হাঁসফাঁস অবস্থা। এর সাথে কষ্টের মাত্রা বাড়িয়ে দিয়েছে লোডশেডিং।
শুক্রবার সরকারি ছুটি থাকায় রাস্তায় গাড়ির চাপ কম। রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও কম। সূর্যের তাপ থেকে বাঁচতে মানুষের অবস্থান ঘরে। কিন্তু গরমে ঘরে থাকাও দায়। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সিলেট সিটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
এদিকে ছুটির দিনেও প্রয়োজনের তাগিদে যারা বের হয়েছেন তারাও ছায়াযুক্ত স্থান খুঁজে চলাফেরা করছেন। হাতে থাকা ব্যাগ দিয়ে মাথায় ঢেকে রোদের সরাসরি তাপ থেকে পরিত্রাণ চাইতে দেখা যায়। প্রয়োজনের তাগিদে যারাই বের হয়েছেন তীব্র গরমে অস্বস্তিতে পড়তে হয়েছে তাদের। এছাড়া এই গরমে বাসায় অবস্থান করেও লোডশেডিংয়ের কারণে নাভিশ্বাস অবস্থা নগরবাসীর।
তবে গরমে ভোগান্তির মাঝেও কিছুটা সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টি। যদিও এ বৃষ্টিতে তাপমাত্রা তেমন একটা কমবেনা।