জালালাবাদ আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৮:৩২ অপরাহ্ন
সিলেট মহানগরীর জালালাবাদ আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটি গঠনের লক্ষ্যে সম্প্রতি আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রকৌশলী মহিউদ্দিন আহমদ। খলিলুর রহমান ফয়সলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন তোফায়েল আহমদ লিমন, সৈয়দ আব্দুল হাফিজ, জিয়া উদ্দিন চৌধুরী মারুফ, হাজী মো. জয়নাল আবেদীন, হাজী খালিস মিয়া প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মহিউদ্দিন আহমদ লোকমানকে সভাপতি, আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক ও নূরুল হক রাজুকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জালালাবাদ আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. জুলহাস হোসেন জুসেফ, সহসভাপতি আতাউর রহমান শিপু, সৈয়দ জাকির ও মো. এনাম আহমদ, সহসাধারণ সম্পাদক এ এস এম সায়েম, খালেদ আহমদ, শফিকুর রহমান শিপলু ও সোহাগ চৌধুরী, কোষাধ্যক্ষ মো. খলিলুর রহমান, সহ কোষাধ্যক্ষ আহমেদ রাজিব, সহ সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ মারুফ ও আব্দুল মুকিত সুমেল, কার্যনির্বাহী সদস্য ইছমত মিয়া, নাসির আহমদ, নজরুল ইসলাম, রেজওয়ান আহমদ রাসেল, মাহদী হাসান ছামির ও ইসমাইলুর রহমান সাব্বির। বিজ্ঞপ্তি