কোম্পানীগঞ্জ জমিয়তের কাউন্সিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪৩:০৭ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলা শাখার কর্মি সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকালে জামিয়া ইসলাময়া দারুল হাদীস মাদরাসা মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মুফতি আব্দুল মুসাব্বির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাইল আহমদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সভাপতি শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান,সিনিয়র সহ সভাপতি মাওলানা নুর আহমদ কাসেমী,সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, সাহিত্য সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ।
কাউন্সিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশ, কোম্পানীগঞ্জ উপজেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা সিকন্দর আলী কাসেমী, সহ সভাপতি হাফিজ ফজল উদ্দিন, সহ সভাপতি মাওলানা জহির উদ্দিন, সহ সভাপতি মাওলানা জহির উদ্দিন নয়াবস্তি, সহ সভাপতি মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা আব্দুন নুর, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা রফিক আহমদ, মাওলানা আতিকুর রহমান, মাওলানা রুহুল আমিন, মাওলানা ইব্রাহিম আলী, মাওলানা এনামুল হক, দক্ষিণ রণিখাই ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আইন উদ্দিন, সাধারণ সম্পাদক হুসাইন আহমদ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ফখর, যুব জমিয়ত কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল মুসাব্বির চাটিবহর, মাওলানা ফজল উদ্দিন, মাওলানা ওলিউর রহমান, মাওলানা কয়েস আহমদ, যুব নেতা মাওলানা রুহুল আমিন সিরাজী, মাওলানা যুবায়ের আহমদ,ছাত্র জমিয়ত কোম্পানীগঞ্জ উপজেলার সহ সভাপতি আব্দুল্লাহ হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হুসাইন, সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, মাওলানা খলিল উল্লাহ, মাওলানা সাব্বির আহমদ, বাদশাহ ফয়সাল আহমদ প্রমুখ।
কাউন্সিলে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মুফতি আব্দুল মুছাব্বিরকে সভাপতি ও হাফিজ মাওলানা মাহমুদুল হাসানকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জেলা উত্তরের সভাপতি শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান। পরিশেষে মাওলানা আব্দুল মুছাব্বির এর দুআর মাধ্যমে কাউন্সিল ও কর্মী সম্মেলনের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি।