সিলেটে তাপমাত্রা বেড়েছে
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ৯:০৮:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে গরমের তীব্রতা বেড়েছে। শনিবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা আগেরদিন ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি। মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় বৃষ্টি কমে তাপমাত্রা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তাপমাত্রা ৩৭ ডিগ্রি হলেও অনুভূতি ছিল ৪২ ডিগ্রি। শুক্রবার রাত ১০টার পর কিছু সময় ঝড়ো হওয়া বয়ে গেলেও কোনো বৃষ্টির দেখা মিলেনি। শনিবার সকাল থেকেই ছিল কড়া রোদ। কড়া রোদের সাথে ভাদ্রের ভ্যাপসা গরমে ঘরে বাইরে কোথাও স্বস্তি ছিল না। অস্বস্তিকর গরমের মধ্যে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুতের লোডশেডিংয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাতের আভাস দিয়েছে। এতে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে তারা জানিয়েছে।