ঢাকায় জালালাবাদ এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩৯:৪২ অপরাহ্ন
ঢাকায় বসবাসকারী বৃহত্তর সিলেটবাসী’র সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের কাওরানবাজারস্থ প্রধান কার্যালয়ে সভাপতি সিএম কয়েস সামির সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও সংগঠনের আসন্ন নির্বাচন প্রস্তুতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, ইন্জিনিয়ার আজিজুর রহমান, নির্বাহী সদস্য ড.জিয়াউল ইসলাম মুন্না, তোফায়েল খান, শিল্পপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু, ক্যাপ্টেন মিজানুর রহমান ক্রীড়া সম্পাদক, আজীবন সদস্য শামস-উল ইসলাম, ড. শাহ ইমরান আহমেদ, ড. সৈয়দ উমর খৈয়াম, জামিল আহমদ, দেওয়ান মওদুদ চৌধুরী, এখলাসুর রহমান, কুতুবউদ্দিন সুহেল, সাইফুল ইসলাম ফারুকী ও জালালাবাদ জার্নালিষ্ট এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক আনহার সমশাদ প্রমুখ।-বিজ্ঞপ্তি