জামালগঞ্জ সরকারি কলেজে ১১ দফা দাবি আদায়ে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ৬:০৯:৪৫ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি কলেজে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ও সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ১১ দফা দাবীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র নিকট স্মারকলিপি প্রদান করেছে।
রোববার বেলা ১১ টায় কলেজ শিক্ষার্থীরা জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমারদে’ র কাছে এ স্মারকলিপি হস্তান্তর করে।
স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীদের মধ্য বক্তব্য রাখেন- মো: আবু সুফিয়ান, ফজলে রাব্বি স্মরণ, আনিছুল ইসলাম, মোঃ আবু সাঈদ, সোহাগ নুর, আমির হামজা, সাকিব আহমেদ রিয়াত, আসমাউল আহমেদ, রাতুল হাসান, সাইফুল ইসলাম, জিনিয়া ইসলাম, জান্নাতুল ফেরদৌস, শাকিলা আক্তার, শিপা দেবনাথ, মাছুমা আক্তার, সুমাইয়া আক্তার, তন্বী আক্তার প্রমুখ।
এ ব্যাপারে জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার দে বলেন, আমার কলেজে কোন অনিয়ম নেই। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়ার বিষয়ে একটি লিখিত পেয়েছি, কলেজের শিক্ষকদের সাথে পরামর্শ করে আগামী বৃহষ্পতিবার (১২ সেপ্টেম্বর) এ বিষয়ে শিক্ষার্থীদের সাথে সমাধান করা হবে বলে জানান তিনি।