আরটিএমআই মেডিকেল টেকনোলজির বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ৬:১০:৫৩ অপরাহ্ন
‘কোমর ব্যথায় ফিজিওথেরাপি একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি’-এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন করেছে বিএসসি ইন ফিজিওথেরাপি স্টুডেন্টস আরটিএমআই মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউট।
দিবস উপলক্ষে দুপুর ১টা ৩০ মিনিটে নগরীর শাহী ঈদগাহ সংলগ্ন ক্যাম্পাস থেকে র্যালী বের করা হয়। র্যালী পরবর্তি আরটিএমআই মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউট এর সভাকক্ষে আলোচনা সভা অনুিষ্ঠত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসসি ইন ফিজিওথেরাপি অনুষদের কোর্স কো-অর্ডিনেটর ডা. মুক্তি সরকার (পিটি) এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউটের ডিরেক্টর ডা. এ. এস এস ফরিদুল ইসলাম লতিফি।
সভায় বক্তব্য রাখেন ইন্সটিটিউট এর ডা. সুর্বত কুমার সিনহা (পিটি), লেকচারার ডা. মাহমুদা পিংকি, ডা. সালমা পাটয়ারী, ল্যাব ডিপার্টমেন্ট এর কোর্স কো অর্ডিনেটর আলমগীর হোসেন। বিএসসি ইন ফিজিওথেরাপি স্টুডেন্টস ১ম বর্ষের ছাত্র আলমগীর হোসেন এবং আনন্দ বনিক। বক্তব্য রাখেন ২য় বর্ষের ছাত্র নাকিব উল্লাহ নাকিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১১৯ বর্ষের ছাত্র মাহবুব উদ্দিন। বিজ্ঞপ্তি