লক্ষীপুরে বন্যার্তদের তাহসীনুল কুরআন ইউকে’র সহায়তা
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ৬:৫৬:০৭ অপরাহ্ন
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, অস্বাভাবিক ও ভয়াবহ বন্যায় লক্ষীপুরে এখনো পানিবন্দী রয়েছেন ৫ লক্ষাধিক মানুষ। প্রধান প্রধান সড়কের পানি নেমে গেলেও এখনো কিছু কিছু সড়কে রয়েছে হাঁটু পরিমাণ পানি। এতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। বসতঘর থেকে পানি নামতে শুরু করায় অনেকেই আশ্রয়কেন্দ্র থেকে ফিরেছেন নিজ বসতঘরে। তবে সুপেয় পানির সংকট সহ নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন বানভাসি মানুষেরা। সার্বিক সহযোগিতায় আমাদেরকে এগিয়ে আসতে হবে। তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। বন্যায় বিপর্যস্ত এলাকায় মানবিক বিপর্যয় রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি শুক্রবার বিকেলে লক্ষীপুরের বন্যাদুর্গত এলাকাগুলো পরিদর্শন শেষে তাহসীনুল কুরআন ইউকে’র পক্ষ থেকে সদর উপজেলার চরশাহী বসুরহাট বাজারে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তাহসীনুল কুরআন ইউকে’র পরিচালক মোহাম্মদ একরামুল হকের ব্যবস্থাপনা এবং আলেমে দ্বীন মাওলানা আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খলিফার হাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল ইসলাম শামীম, শিক্ষানুরাগী আব্দুল্লাহ আল মাহমুদ, তরুণ আলেমে দ্বীন মাওলানা সৈয়দ মুহাম্মদ মুহসিন ও তাফসীর টিভির কর্ণধার আবু তালেব রুবেল প্রমুখ। বিজ্ঞপ্তি