১ নং ওয়ার্ড কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ৭:০০:২৩ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের সহ-সভাপতি মো. আব্দুস সামাদ রনির স্থায়ীভাবে যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১নং ওয়ার্ড কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের উদ্যোগে শনিবার রাতে নগরীর দরগাহ মহল্লায় এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১নং ওয়ার্ড কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের সভাপতি নজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্ণব সমাজ কল্যাণ সংঘের সভাপতি ইয়াহিয়া আহমদ, সৈয়দ শাব্বির আহমদ, দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সংঘের সহ-সভাপতি মুফতি নেহাল, পায়রা সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, যুগ্ম সম্পাদক হেলাল আহমদ।
আরো বক্তব্য রাখেন জাফর সাদেক, রফিকুর রহমান, মাহবুব হোসেন ইউসুফ, তানভির রহমান বন্ধন, মো. আজিমুজ্জামান, ইসমত আহমদ, হাসমত আহমদ, মাসুক আহমদ, মীর সুহেল, শিিফ আহমদ চৌধুরী, আশরাফ আলী তারু, মো. রাইসুল ইসলাম সুজন, মো. ছুটন, মো. আজিজুর রহমান ইমন, মো. সুহেল আহমদ, শাহরিয়ার হোসেন টুটুল, কাজী শাহরিয়ার পাপ্পু, সাংবাদিক আজমল আলী, শাহিন আহমদ, সৈয়দ আনামুল রাজী, শেখ আব্দুর রহমান জনি, জুনেল আহমদ, নাছিফ চৌধুরী, আছিফ চৌধুরী, শফিউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি