কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করবে বিএনপি : আবেদ রাজা
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ৭:০১:৩০ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় কুলাউড়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এরমধ্যে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাড়িঘর, রাস্তাঘাটসহ সার্বিক ক্ষেত্রেই বন্যার পানিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এসব ক্ষয়ক্ষতির পরিমাণের কথা চিন্তা করে মেরামতকাজ অংশ নিবে বিএনপি।
রোববার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, টিলাগাঁও ইউনিয়নের ক্ষয়ক্ষতির পরিমাণের কথা চিন্তা করে সোমবার উপজেলা বিএনপির বন্যা, ত্রাণ ও পুনর্বাসন কমিটির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে ইউনিয়নের নয়াবাজার টু রবিরবাজার রাস্তার পাল্লাকান্দি প্রাথমিক স্কুল সংলগ্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২০০ ফুট রাস্তা মেরামত করা হবে। শহীদ জিয়ার স্মৃতি অনুসরণ করে তারেক রহমানের নির্দেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বন্যা, ত্রাণ ও পুনর্বাসন কমিটির সদস্য সচিব মো. বদরুল ইসলাম খানের পরিচালনায় আবেদ রাজা বলেন, জিয়াউর রহমানের মতো কোদাল হাতে ঝুড়ি নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা স্বেচ্ছাশ্রমে মেরামতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ, প্রচার সম্পাদক শেখ শহীদ উল্লাহ, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার কেরামত আলীসহ বিএনপির ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।