সিলেটের নয়া ডিসি এনামুল করিম
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ৫:৫৬:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি কে এম এনামুল করিমকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
একই প্রজ্ঞাপনের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ ফরিদুর রহমানকে হবিগঞ্জের এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেনকে মৌলভীবাজারের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ প্রদানের কথা জানানো হয়েছে।